সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩১, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন
দুই বেকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৯ (র্যাব) ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট যৌথভাবে নগরের দক্ষিণ সুরমা এলাকায় এ অভিযান চালায়।
মঙ্গলবার (৩২০ মার্চ) র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার সাদনান বেকারিকে ৬০ হাজার ও জিতু বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা।
বিএ-০৭