নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
০৮:৩১ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়কের হাউজিং এস্টেট এলাকার আর্কেডিয়া ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন ঘটনার সত্যতা সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আর্কেডিয়া ভবনের চতুর্থ তলায় অবস্থিত ঢাকাইয়া রেস্টুরেন্ট নামে প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ২০ লাখ টাকার মতো উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাত ১১ টা ৫০ মিনিটে তারা খবর পান জানিয়ে হুমায়ূন কার্ণায়েন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের টিম গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ১২ টা ২৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
আরসি-০১