মেট্রোপলিটন চেম্বারের নবনির্বাচিত কমিটিকে সিলেট চেম্বারের অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন



মেট্রোপলিটন চেম্বারের নবনির্বাচিত কমিটিকে সিলেট চেম্বারের অভিনন্দন

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ২০২১-২০২৩ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা ও সহসভাপতি তাহমিন আহমদ।

বুধবার (৩১ মার্চ) পাঠানো অভিনন্দন বার্তায় সিলেট চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের কর্মতৎপরতায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং সিলেটের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।  

বিএ-০৪