ফিল্মফেয়ারের ‘কৃষ্ণ রমণী’ নিয়ে জয়ার ফেসবুক স্ট্যাটাস

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২১
১১:১৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
১১:৩১ পূর্বাহ্ন



ফিল্মফেয়ারের ‘কৃষ্ণ রমণী’ নিয়ে জয়ার ফেসবুক স্ট্যাটাস

ভারতের সম্মানজনক ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ এর বাংলা সংস্করণে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত বুধবার রাতে জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়ার প্রায় তিনদিন পর আজ কিছুক্ষণ আগে পুরস্কার প্রাপ্তিতে নিজের প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে। সিলেট মিরর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এল। অতিমারির বিষণ্ন দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, ‘তুমি এটা পার হয়ে এগিয়ে যাও।’

ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য। একটা ‘বিজয়া’, আরেকটা ‘রবিবার’। পুরস্কারটা এল, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদ্‌যাপন চলছে। মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ–ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর ‘বিজয়া’ ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝরনাধারা। আমার করা এ ছবির পদ্মা চরিত্রটি বাংলাদেশের প্রাণের গভীর থেকে উঠে আসা।

আর ‘রবিবার’ একটি ওপেন–এন্ডেড ছবি। আমার করা সায়নী চরিত্রটি না–আলো না–অন্ধকার। ঘটনা পর্দায় ঘটে না, ঘটে ওর মনে। তাই পুরো অভিনয়টাই ছিল সেরিব্রাল। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। সায়নী কত কী যে শেখালো।

ভালোবাসা কৌশিকদা আর অতনুদার জন্য। আর আনন্দ তাঁদের জন্য, যাঁরা আমাকে এতদিন ধরে নিঃশর্ত ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন।

সবাইকে নিয়ে আমার এই পথ চলাতেই আনন্দ।’

জয়া আহসান
ফিল্মফেয়ার মঞ্চে পুরস্কার হাতে জয়া আহসান।

 

প্রসঙ্গত, ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে ঢাকা-কলকাতার জনপ্রিয় জয়া আহসানকে সেরা অভিনেত্রী নির্বাচন করা হয়। 

 

এএফ/০১