করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে হাবিব

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৪, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন



করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে হাবিব

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এই বিষয়ে ওয়াহিদ পরিবারের কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে, ১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন হাবিব। যদিও নমুনা পরীক্ষায় ফলাফল নেতিবাচক এসেছে।

আশীষ চক্রবর্তী বলেন, ‘দেখুন অনেক সময় ফলস রিপোর্ট আসে এসব ক্ষেত্রে। সেটি মাথায় রেখেই আমরা শুরু থেকে উনার চিকিৎসা দিচ্ছি। জ্বর ও কাশি আছে। শরীর দুর্বল। এবং তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমদিন আমরা স্পেশাল কেয়ার ইউনিটে রেখেছি। পরে দেখলাম তার অক্সিজেন লেভেল ঠিক আছে। একটু ভালোর দিকে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার কেবিনে স্থানান্তর করা হলো।’

এই চিকিৎসক জানান, হাবিব ওয়াহিদ এখন বেশ ভালো আছেন। দুই এক দিনের মধ্যে পেতে পারেন বাসায় ফেরার ছাড়পত্র।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন হাবিব ওয়াহিদের বাবা পপতারকা ফেরদৌস ওয়াহিদ।

বিএ-০৭