নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন
দেশে চলমান করোনা পরিস্থিতিতে এমনিতেই নিম্ন আয়ের মানুষের ত্রাহি অবস্থা। সারাদেশে লকডাউনের কারণে মানুষের দুশ্চিন্তায় দিন কাটছে। এর মধ্যে গ্রাহকদের বিল দিতে চাপ সৃষ্টি করছে বিদ্যুৎ বিভাগ। এ কারণে নগরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মোবাইল ব্যাংকিং বিকাশ, রবি এবং গ্রামীণফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়ে গত শুক্রবার থেকে নগরে মাইকিং করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট (বিপিডিবি)। বিষয়টিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত বলে দাবি করছে তারা।
নগরবাসী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নগরে এ বিষয়ে একটি ঘোষণা তারা শুনতে পাচ্ছেন। উপশহরের বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, লকডাউনের কারণে গত অন্তত ১০ দিন ধরে দোকানপাঠ খুলতে পারছেন না তিনি। রমজানে এমনিতেই বাসার খরচও বেশি। এর মধ্যে বিদ্যুৎ বিলের জন্য এত তাড়া শুরু হয়েছে পিডিবি’র। তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আম্বরখানা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম ক্ষোভের সুরে বলেন, লকডাউনের মধ্যে বিলের জন্য চাপ দিচ্ছে পিডিবি অথচ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে। তারা বাণিজ্যিক হাসপাতালের মতো টাকার জন্য লাশ আটকে রাখার পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ কেন্দ্র সিলেট-১ এর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে এই তিন মাধ্যমকে আপাতত অনুমোদন করা হয়েছে। এটি মূলত কেন্দ্রীয় সিদ্ধান্ত। এর বাইরে আমরা যেতে পারি না। এজন্য আমরা মাইকিং করছি।’
এসএইচ/বিএ-১০