না ফেরার দেশে নায়ক ওয়াসিম

বিনোদন ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
০৩:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৩:৩৭ পূর্বাহ্ন



না ফেরার দেশে নায়ক ওয়াসিম

বাংলা সিনেমার সোনালী দিনের নায়ক ওয়াসিম আর নেই। আজ শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ৪৭ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়াসিমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

লম্বা সময় ধরে লাইট-ক্যামেরার সামনে নেই ওয়াসিম। সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাকে। খোঁজ নিয়ে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে শয্যাশায়ী এ অভিনেতা। মূলত ব্রেন এবং লিভারের সমস্যায় আক্রান্ত ওয়াসিম ছিলেন জানা গেছে।

নায়ক ওয়াসিমের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭২ সালে। এস এম শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। ওই সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন ওয়াসিম।

নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘রাতের পর দিন’। মহসিন পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। মুক্তির পর রাতারাতি সুপারস্টার বনে যান ওয়াসিম। এরপর অ্যাকশন এবং ফোক-ফ্যান্টাসি ধাঁচের অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছেন ওয়াসিম। শাবানা, ববিতা, কবরী, সুচরিতা, অঞ্জু ঘোষের বিপরীতি অভিনয় করেছেন তিনি। ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দ্য রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’ ইত্যাদি।

আরসি-০৪