শামীম ও সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন



শামীম ও সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

বর্তমান করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সব কিছুই চলছে সীমিত পরিসরে। এরমধ্যে  ছোট পর্দার কাজও স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে। গত বছর কোভিডের অবস্থার বিভিন্ন গল্প উঠে এসেছে নাটকে। এবারও তেমনটা দেখা গেল। 

সম্প্রতি নির্মিত হলো নাটক ‘সীমিত পরিসরে বিয়ে’। যেখানে আবারও জুটি বেঁধে অভিনয় করলেন শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। এটি পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর। 

করোনাকালীন একটি সম্পর্ককে বাস্তবে পরিণত করার গল্প উঠে এসেছে ‘সীমিত পরিসরে বিয়ে’তে। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। রোজার ঈদে প্রচার হবে এটি। 

শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ ছোট পর্দার জনপ্রিয় জুটি। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসি’-এর দেখা গেছে তাদের। এনটিভিতে প্রচার হওয়া নাটকটি ব্যাপক প্রশংসিত হয়। 

‘সীমিত পরিসরে বিয়ে’ প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, ‘নাটকটিতে সমসাময়িক অবস্থা উঠে এসেছে। দারুণ একটি গল্পে নির্মিত হয়েছে এটি। আশা করি সবার ভালো লাগবে।’

বিএ-১২