করোনার প্রভাব, প্রয়োজনে কারফিউ চান সুবর্ণা মুস্তাফা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন



করোনার প্রভাব, প্রয়োজনে কারফিউ চান সুবর্ণা মুস্তাফা

কভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্বের মতো দেশে দিন দিন শনাক্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। কয়েকদিন আগে ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর হার ছাড়িয়েছে শতের ঘর। কিন্তু বিধি-নিষেধ আরোপ করেও ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল।

সব দিক বিবেচনা করে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা কড়া লকডাউন চাইলেন। তার মতে, এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। প্রয়োজনে কারফিউয়ের পক্ষে তিনি।

ফেইসবুক পোস্টে বুধবার ‘ঘুড্ডি’ নায়িকা এ বিষয়ে নিজের মতামত জানান।

তিনি লেখেন, লকডাউন আরও জোরালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।

করোনার সাম্প্রতিক ঢেউয়ে বিনোদন জগতের অনেকেই আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চিত্রনায়িকা কবরী, অভিনেতা মহসিন, কণ্ঠশিল্পী মিতা হকের মতো গুণী মানুষেরা। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আলমগীর, ফরিদা পারভীন, চয়নিকা চৌধুরীসহ অনেকেই।

এ দিকে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে করোনা টিকার কার্যক্রম শুরু হলেই প্রথম দিকে টিকা নেন এ অভিনেত্রী। জাতীয় সংসদ ভবনে টিকার নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে উৎসাহ জোগান সুবর্ণা মুস্তাফা।

বিএ-১৭