নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতদের দু'জনই ৫০ ঊর্ধ্ব এবং তাদরে একজন পুরুষ ও একজন মহিলা। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি সিলেট জেলায় ও অন্য জনের বাড়ি হবিগঞ্জ জেলায়। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া পুরুষ করোনা আক্রান্ত ও মহিলার শরীরে ছিল করোনার উপসর্গ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১টার দিকে একজন ও সন্ধ্যা ৬টার দিকে আরেকজন মারা যান।
বিএ-০৯