নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২১
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০৪:৫৫ পূর্বাহ্ন
সিলেট নগরে জেলা প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর যৌথ অভিযানে ৪ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য বিধি সঠিকভাবে না মানা, লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রয় এবং ঔষধের গুণগত মান না থাকায় চার দোকানীকে জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৯, সিপিএসসি, (সিলেট ক্যাম্প) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিএ-১৪