সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৭, ২০২১
০৭:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২১
০৭:১১ পূর্বাহ্ন
গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ওসমান শওকতের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গীতিকারদের সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে।
ওসমান শওকতের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’সহ ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’ উল্লেখযোগ্য।
ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন।
বিএ-১১