আসছে লকডাউন নিয়ে 'প্রত্যুষে প্রত্যাবর্তন'

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



আসছে লকডাউন নিয়ে 'প্রত্যুষে প্রত্যাবর্তন'

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে লকডাউনে দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকার ফলে অনেকের মানসিক চাপ সৃষ্টি হয়েছে। ঘরবন্দি থাকতে হচ্ছে দিনের পর দিন। তাদের মানসিক চাপ ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এবার সুনামগঞ্জে ৮ মিনিট ৩ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ নির্মাণ করা হয়েছে। প্রান্ত চন্দ'র চিত্রনাট্য, পুলক রাজ'র পরিচালনা ও চিত্রগ্রহণে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

জানা যায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ শিগগির টঙ্কার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন প্রান্ত চন্দ, পাখি চন্দ ও কথা চন্দ। তারা সবাই সুনামগঞ্জের অভিনয়শিল্পী।

প্রান্ত চন্দ বলেন, 'আমি এর আগে কখনওই অভিনয় করিনি বিধায় অভিনয় জগতটা আমার কাছে পুরোপুরি নতুন। টুকটাক লেখালেখি করেছিলাম এক সময়, সেই থেকে শর্টফিল্মের স্ক্রিপ্টটা লেখা। সংগীত জগতে আমি ছোটবেলা থেকেই যুক্ত। গান শিখি, গান গাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যে আমাকে অভিনয়ও করতে হবে তা জানা ছিল না। কেননা আমি অভিনয় করতে প্রচন্ড লজ্জা পেতাম। এবার প্রথমবারের মতো কোনো শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরে কিছুটা লজ্জা পাচ্ছিলাম, আবার ভালোও লাগছিল। আশা করি সবার কাছে ভালো লাগবে।'

তরুণ নির্মাতা পুলক রাজ বলেন, 'একটা ভালো ক্যামেরা নেই, স্টেন নেই, লাইট নেই, এডিটিং করার কম্পিউটার নেই। একদম শূন্য থেকে নির্মাণ করা কোনোভাবেই সম্ভব না। তারপরও হাল না ছেড়ে অরুনাভ মল্লিকের মোবাইল দিয়ে সাহস করে নির্মাণের চেষ্টা করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‌‌‌‌‌‌‍‍‍‍‌‌'প্রত্যুষে প্রত্যাবর্তন'। করোনাভাইরাস নিয়ে গত বছর দেশ কঠোর লকডাউনে ছিল। মানুষ ঘরবন্দি থাকতে থাকতে মানসিক চাপে পড়ে গিয়েছিল। নতুন অবস্থায় বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আশা করি দর্শকের ভালো লাগবে।'

 

এএম/আরআর-০৮