কোম্পানীগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হারুন মিয়া পুটামারা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

গতকাল বুধবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার পুটামারা গ্রামে দুইপক্ষের মধ্যকার সংঘর্ষে গুরুতর আহত হারুন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা আব্দুল মুছব্বির মিয়ার ছেলে আইন উদ্দিনকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

জানা যায়, পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার নুরু উদ্দিনের স্ত্রীর কাছে সুদে টাকা দেন একই গ্রামের আলী আহমদের স্ত্রী সুলতানা বেগম। প্রদেয় টাকার সুদের বিনিময়ে ধান দেওয়ার কথা হয়েছিল। বুধবার আয়েশা বেগম তার প্রাপ্য সুদ বাবদ ধান আনতে গেলে ধানের ওজন কম-বেশি নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় হারুন মিয়া ঘটনাস্থলে পৌঁছালে অবস্থা চরম আকার ধারণ করে। এ সময় উপস্থিত নুরু উদ্দিন মিয়া ও কয়েকজন মিলে হারুন মিয়াকে অপদস্থ করেন।

এ ঘটনার সূত্র ধরে হারুন মিয়া ও নুরু উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হারুন মিয়াসহ কয়েকজনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হারুন মিয়া মারা যান।

সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল নিহতের পরিবারের কাছে ছুটে যান এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় ওসি সাংবাদিকদের বলেন, 'নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।'

 

এমকে/আরআর-০৪