হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের টিউবওয়েল হস্তান্তর

সিলেট মিরর ডেস্ক


মে ০১, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের টিউবওয়েল হস্তান্তর

আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের উদ্যেগে স্থাপিত ডিপ টিউবওয়েল হস্তান্তর করা হয়েছে। সিলেটের টুকের বাজারে গৌরীপুর এলাকায় এ ডিপ টিবওয়েল স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে এ টিউবওয়েল হস্তান্তর করা হয়। গৌরীপুর এলাকার ১৬টি পরিবারের জন্য কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। এই টিউবওয়েল স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির অভাব দূর হবে বলে জানান স্থানীয়রা।  

টিউবওয়েল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের সভাপতি আলী হুসাইন, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার নুরুল আলম, অফিস অ্যাডমিনিস্ট্রেটর আবুল কালাম আজাদ, প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান, সদস্য আব্দুর রহমান। এছাড়া স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করতে ১৪টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১০ সালে জালালাবাদ থানার হাউসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী মছব্বির আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী এম এ খালিক মানবতার কল্যাণে গঠন করেন হাজী মছব্বির আলী ফাউন্ডেশন। এরপর থেকেই ফাউন্ডেশনের উদ্যেগে গৃহনির্মাণ, ডিপ টিবওয়েল স্থাপন, স্যানেটারি লেট্রিন স্থাপন, বিবাহ অনুদান, স্বাস্থ্য সেবায় অনুদান ও নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বিএ-০৭