প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে কোম্পানীগঞ্জের ৫ সহস্রাধিক পরিবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ০১, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
০৪:৩৩ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে কোম্পানীগঞ্জের ৫ সহস্রাধিক পরিবার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অতিদরিদ্র ও অসহায় ৫ হাজার ৯১টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। জনপ্রতি ৪৫০ টাকা করে পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে মোট ২২ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক, দারিদ্র বিমোচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ইউপি সদস্য আলী হোসেন, মজিবুর রহমান, আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, জামির হোসন, আজমান ভূইয়া, মিজান চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল খালিক প্রমুখ।

উপজেলার দুস্থ ও অসহায়দের জন্য পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অতিদরিদ্র, অসহায়, দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে জনসংখ্যার ভিত্তিতে উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার ৭৫৮টি কার্ডের বিপরীতে ৭ লাখ ৯১ হাজার ১০০ টাকা এবং জিআর খাতে ৬টি ইউনিয়নে ৫০০ টাকা হারে ৩ হাজার ৩৩০ জন উপকারভোগীদের জন্য ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, 'পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ দরিদ্র ও অসহায় পরিবারকে দেওয়ায় তারা ঈদ খুশিমনে উদযাপন করতে পারবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, ভিজিএফ প্রকল্পের আওতায় আগে চাল দেওয়া হতো। এখন সরাসরি টাকা দেওয়া হচ্ছে। করোনাকালে কর্মহীন গরিব-দুস্থদের অগ্রাধিকার দিয়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বরাদ্দের টাকা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ২ জন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সরাসরি প্রত্যেক তালিকাভুক্ত ব্যক্তির হাতে টাকা দেওয়া হচ্ছে। গত বুধবার (২৮ এপ্রিল) থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী রোববারের (২ মে) মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে।

 

এমকে/আরআর-০৭