কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে ‘আস্থা নেই’ পরিবারের

নিজস্ব প্রতিবেদক


মে ০২, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২১
০৭:৪৯ পূর্বাহ্ন



কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে ‘আস্থা নেই’ পরিবারের

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে তাদের ‘আস্থা নেই’ বলে জানিয়েছেন তার ছেলে ড. রেজা কিবরিয়া।

গতকাল শনিবার (১ মে) শাহ এ এম এস কিবরিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। 

এসময় তিনি বলেন, ‘শাহ এমএস হত্যাকাণ্ডের মামলা চলছে কিন্তু এই মামলার ব্যাপারে আমি বলতে চাই চার্জশীটে আমাদের কোনো আস্থা নেই। পুলিশের সীমিত, অসমাপ্ত একটা তদন্তের ভিত্তিতে যে মামলাটা হয়েছে এটা একটা ফ্রড।’‌

তিনি আরও বলেন, ‘আমরা এটা এখনই প্রত্যাখ্যান করছি। আমার পরিবার এটাকে কখনো মানবে না। আমার মনে হয় দেশের মানুষও এটা মানবেন না। কারণ তারা বুঝতে পারছেন সরকার কি উদ্দেশ্যে এগুলো করছে।’ 

ড. রেজা কিবরিয়া ভিডিও বার্তায় বলেন, ‘দেশে যত গ্রেপ্তার ও অত্যাচার হচ্ছে তা আমাদের সবার জন্য হুমকি। আমাদের সবাইকে ভয় দেখানোর এটা একটা উপায় সরকারের।’ 

৪ মিনিট ৩ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘সরকারের মান-সম্মান এত ঠুনকো যে কেউ সোশাল মিডিয়ায় কথা বললে সরকার ভয়ে কাঁপে।  অনেককে গ্রেপ্তার করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে। যেকোনো সোশাল মিডিয়া পোস্টের জন্য মানুষকে এখন গ্রেপ্তার করা যায়।’

এনএইচ/বিএ-০২