সিলেটে এসেছে টিকার নতুন চালান, চলবে ‘ঈদ পর্যন্ত’

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২১
১১:৩১ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২১
১১:৩১ অপরাহ্ন



সিলেটে এসেছে টিকার নতুন চালান, চলবে ‘ঈদ পর্যন্ত’

সিলেটে টিকার নতুন চালান এসেছে। নতুন চালানে সিলেট বিভাগের জন্য ২৪ হাজার ডোজ টিকা রয়েছে। এখন মজুত টিকা দিয়ে ঈদ পর্যন্ত চালানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

স্বাস্থ্য অধিদদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিভাগের জন্য ২৪ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে সিলেট জেলার জন্য রাখা হয়েছে ১২ হাজার ডোজ। বাকি ১২ হাজার ডোজের মধ্যে ৮ হাজার ডোজ রাখা হয়েছে মৌলভীবাজার জেলার জন্য। এছাড়া ৪ হাজার ডোজ হবিগঞ্জে পাঠানো হয়েছে। সুনামগঞ্জে টিকার মজুত থাকায় নতুন চালান থেকে জেলায় টিকা পাঠানো হয়নি। 

এর আগে এ বছরের জানুয়ারিতে বিভাগের চার জেলায় প্রথম ধাপে ৪ লাখ ৪৪ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে সিলেট জেলায় ২ লাখ ২৮ হাজার ডোজ, সুনামগঞ্জে ৮৪ হাজার ডোজ, হবিগঞ্জে ৭২ হাজার ডোজ এবং মৌলভীবাজারে আসে ৬০ হাজার ডোজ টিকা। পরে দ্বিতীয় ধাপে গত মাসের ৯ এপ্রিল ১ লাখ ৯২ হাজার ডোজ টিকা আসে। এর মধ্যে সিলেট জেলায় আসে ৭২ হাজার ডোজ। সুনামগঞ্জে আসে ৩৯ হাজার ডোজ, হবিগঞ্জে ৩৬ হাজার ডোজ এবং মৌলভীবাজারে আসে ৪৫ হাজার ডোজ। 

রবিবার টিকা দেওয়া শেষে সিলেট বিভাগে ৩ হাজার ৬০১ ভায়েল টিকা মজুত আছে বলে জানা গেছে। অর্থাৎ ৩৬ হাজার ১০ ডোজ টিকা মজুত রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে ১৭ হাজার ৪৬০ ডোজ, সুনামগঞ্জে ১২ হাজার ৮০ ডোজ, হবিগঞ্জে রয়েছে ৫ হাজার ৭৫০ ডোজ এবং মৌলভীবাজারে রয়েছে ৭২০ ডোজ টিকা। 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম সিলেট মিররকে বলেন, ‘শুক্রবার বিভাগের জন্য ২৪ হাজার ডোজ টিকা এসেছে। ৩ জেলায় এসব টিকা বরাদ্দ দেওয়া হবে। সুনামগঞ্জে আপাতত কিছু মজুত থাকায় সেখানে টিকা পাঠানো হচ্ছে না।’

বর্তমান মজুত দিয়ে কতদিন কার্যক্রম চালিয়ে নেওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদ পর্যন্ত আমরা সিলেট বিভাগে টিকা কার্যক্রম চালিয়ে নিতে পারব।’

নতুন চালানে আসা টিকার মধ্যে সিলেট নগরের জন্য দেওয়া হয়েছে ৮ হাজার ডোজ টিকা। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘রবিবার নগরের জন্য ৮ হাজার ডোজ টিকা পেয়েছি। এ টিকা দিয়ে ঈদ পর্যন্ত নগরে টিকাদান কার্যক্রম চালানো যাবে। তবে নগরের জন্য আরও কিছু টিকা মজুত রাখতে বলেছি।’ 

এনএইচ/বিএ-১২