শ্রীমঙ্গল প্রতিনিধি
মে ১০, ২০২১
০৫:২৯ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২১
০৫:২৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে 'এসো মানুষের পাশে দাঁড়াই' নামের স্বেচ্ছাসেবী একটি সামাজিক সংগঠন।
রবিবার (৯ মে) বিকেলে শহরের বিভিন্ন স্থানে থাকা পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে এসব ইফতারসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি মো. মোবারক হোসাইন জানান, করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে কিছু একটা করার চিন্তা ভাবনা থেকেই সংগঠনটি এই ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশ নেন।
জিকে/আরআর-০৯