দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২১
০৮:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন



দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দ্যেশে দেওয়া ভাষণে এই শুভেচ্ছা তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ” - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। 

তিনি বলেন, এ পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে। 

এএন/০২