সিলেটে আরও ২ মৃত্যুর দিনে বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২১
০২:১৩ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
০২:১৩ অপরাহ্ন



সিলেটে আরও ২ মৃত্যুর দিনে বেড়েছে শনাক্ত

সিলেটে ইতোমধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৩৮১ জনে দাঁড়িয়েছে। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের ৫৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া  সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৯ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে ৩২ জন সিলেট জেলার, ৬ জন সুনামগঞ্জ জেলার, ১ জন হবিগঞ্জ জেলার এবং ১০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৯৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৮৭ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৮১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৯ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২০ হাজার ৪৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৫৪৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৯৫৫ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ২৫৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ১৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৯ জন। এ সময়ে সিলেট বিভাগে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। 

আরসি-০৫