সিলেটে চায়নিজ নাগরিক খুন

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২১
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
০৯:১১ অপরাহ্ন



সিলেটে চায়নিজ নাগরিক খুন

সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকায় স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছেন ওয়েই ওয়েন্টাও (WEI. WENTAO) নামে এক চীনা নাগরিক। 

আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে নগরের পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়েই ওয়েন্টাও (৪৮) সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ জন চায়নিজ নাগরিক নগরের পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ বাসার পঞ্চম তলায় ভাড়া থাকেন। আজ সকাল ৮টার দিকে সবাই কাজে চলে গেলে তারা দুইজন ফ্লাটে থেকে যান। পরে ভবনের অন্য ফ্লাটের লোকজন চীনা নাগরিকদের ভাড়া করা ফ্লাটে মারামারির শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ফ্লাটে ঢুকে নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়ে পুলিশ। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ‘উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধী জু চাউকে গ্রেপ্তারে অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি জানান, ‘আহত অবস্থায় উদ্ধার করা শো নামের ঐ চীনা নাগরিককে প্রথমে রাগীর রাবেয়া মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে তাকে আটক করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

এনএইচ/বিএ-০২