নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাতা কার্যক্রমের বাইরে থাকা নারী-পুরুষদের খুঁজছে সমাজসেবা কার্যালয়। বয়স্ক (নারী ও পুরুষ), বিধবা অথবা স্বামী নিগৃহিতা এই তিন শ্রেণিতে ভাতা পাওয়ার যোগ্যদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দারিদ্রপ্রবণ ১১২টি উপজেলায় শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শতভাগ ভাতার আওতায় রয়েছে। জনি দে বলেন, ‘ভাতা পাওয়ার যোগ্য অধিকাংশ ব্যক্তিকে আওতাভুক্ত করা হয়েছে। আমরা খুঁজে খুঁজে তাদেরকে ভাতার আওতায় এনেছি। তবুও, কেউ যদি এই ভাতা কার্যক্রমের অন্তর্ভূক্ত না হয়ে থাকেন, তাদেরকে দ্রুত উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করছি।’
বয়স্ক ভাতা প্রত্যাশীদের জন্য শর্ত হচ্ছে- তিনি সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে, বয়স পুরুষের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে এবং তার বার্ষিক গড় আয় ১০ হাজার টাকা বা তার চেয়ে কম হতে হবে।
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির জন্য শর্ত হচ্ছে- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে, বিধবা/স্বামী পরিত্যাক্তা সনদ থাকতে হবে এবং বার্ষিক আয় ১২ হাজার বা তার কম হতে হবে।
তবে, বয়ঃবৃদ্ধ অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান সমাজসেবা কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘আবেদনকারী যদি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন হন এবং যার ১৬ বছরের কম বয়সী দুই সন্তান রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারাও ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।’
প্রয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি মোবাইল নম্বরে (০১৭০৮৪১৫১৮২) যোগাযোগ করার কথা বলেন এ কর্মকর্তা।
এসএইচ/বিএ-১২