সিলেট মিরর ডেস্ক
মে ২০, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় শূন্য হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনে আসনের উপনির্বাচন জুলাইয়ে অনুষ্ঠিত হবে। করোনাকাল বিবেচনায় এসব উপনির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
বুধবার (১৯ মে) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ৭৯তম বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী ২৪ মে এসব নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এ ছাড়াও করোনা সংক্রমণ এড়াতে স্থগিত হওয়া অন্য তিন আসন লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫, ৩৭১টি ইউনিয়নসহ দেশের অন্যসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে ২৪ মে অনুষ্ঠেয় কমিশন সভায় আলোচনা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় অন্য কমিশনাররা এবং ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএ-১৪