ওসমানীনগর প্রতিনিধি
মে ২১, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সদস্য আনোয়ার হোসেন, ইংলিশ মেন্টরের পরিচালক আবদুল আলিম সুহেল, ক্রীড়া ধারাভাষ্যকার সাইদুর রহমান ও সংস্কৃতিকর্মী সহিদুল ইসলাম।
বক্তারা সাংবাদিক রোজিনার ওপর দায়ের করা মামলা প্রত্যাহারসহ অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য সিতু সূত্রধর, রণিক পাল, সাংবাদিক আবু হানিফা, জুবেল আহমদ, রায়হান আহমদ, শাহ সাজু, শিক্ষক সীমা কর, অজয় কুমার দেব, হাবিব চৌধুরী, এম কে নিজাম, সংস্কৃতিকর্মী রাকিবুল ইসলাম, সাজিদুল ইসলাম, আজিজুল বারি রিপন, ইয়াওর আলী, বিমল দত্ত প্রমুখ।
ইউডি/আরআর-০২