সীমানা পিলার নিয়ে সংঘর্ষ, থানায় অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন



সীমানা পিলার নিয়ে সংঘর্ষ, থানায় অভিযোগ

সিলেটের জকিগঞ্জে বসতঘর নির্মাণ ও ভূমির সীমানা পিলারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বসতঘর নির্মাণকারীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শিহাব আহমদ (৩২) পশ্চিম বিলেরবন্দে ১১ ডেসিমেল ভূমি ১৫ বছর আগে ক্রয় করেন। সম্প্রতি এ ভূমিতে পাকা ঘর নির্মাণ করতে সীমানা দেয়ালের কাজ শুরু করেন তিনি। তখন একই গ্রামের মোশাহিদ আলীর ছেলে মাতাব আহমদ মাতাই (৪০), ফখর উদ্দিন (৩৮), কবির আহমদ (৩৬) ও বদরুল ইসলাম (৩৪) বাধা দিয়ে সীমানার চিহ্নিত পিলার উপড়ে ফেলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল বুধবার (১৯ মে) আবারও মাতাব আহমদ মাতাই গংরা কাজে বাধা দিয়ে নির্মাণসামগ্রী নিয়ে যায় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে।

বুধবার বিকেলে শিহাব আহমদ বাধা প্রদানকারীদের বিষয়টির কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে শিহাবকে মারধর করে প্রতিপক্ষ। খবর পেয়ে বোন রত্না বেগম তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মাহতাব আহমদ গংরা মারধর করে ও শ্লীলতাহানি ঘটিয়ে স্বর্ণের চেনসহ নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগে দাবী করেছেন শিহাব আহমদ।

এ ঘটনায় শিহাব আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার (২০ মে) মোশাহিদ আলীর চার ছেলেকে আসামি করে জকিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে আইনি সহায়তা কামনা করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, ভূমির সীমানা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

 

ওএফ/আরআর-১০