গোলাপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৩:৫৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি সভা

সিলেটের গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) ২০২১ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১২টি দল (বালক) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানানো হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে আগামী ২৫ মে তারিখের মধ্যে দল গঠন করে খেলোয়াড়ের ছবিসহ তালিকা উপজেলা ক্রীড়া সংস্থার নিকট প্রেরণ করতে বলা হয়েছে। খেলোয়াড়দের বয়স প্রমাণের জন্য প্রত্যেক খেলোয়াড়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট সঙ্গে জমা দিতে হবে। এছাড়া উপজেলা থেকে একটি বালিকা দল গঠনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়। খেলার ভেন্যু সরকারি এমসি একাডেমী মাঠ আর আগামী ২৬ মে প্রথম খেলা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ, মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বাফুফের কোচ জানে আলম চৌধুরী রায়েল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সলমান আহমদ চৌধুরী, শিক্ষক ছালেহ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াজদান চৌধুরী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, ফুটবল কোচ শাকিল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক আবিদ হোসেন প্রমুখ।

 

এফএম/আরআর-১৩