সিলেটে বোনের লাশ আনতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ২১, ২০২১
০৪:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন



সিলেটে বোনের লাশ আনতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

সিলেটে বোনের লাশ নিয়ে ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাত আটটার দিকে দক্ষিণ সুরমার খানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বায়োজিদ আহমদ (৩২)। তিনি কামালবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের চাচাতো বোন নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতের লাশ নিয়ে তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেন। এসময় নিহত বায়োজিদ আহমদও মোটরসাইকেলে করে রওয়ানা দেন। তবে দক্ষিণ সুরমার খানুয়া এলাকায় আসার পর পাশে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পুলিশ ট্রাক, ট্রাক চালক ও হেল্পারকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘নিহত ব্যক্তি তার বোনের লাশ নিয়ে ফিরছিলেন। এসময় ট্রাকের চাপায় তিনি মারা যান। এঘটনায় ট্রাক, ট্রাকের চালক-হেল্পারকে আটক করা হয়েছে।’ 

এনএইচ/বিএ-০৭