সিলেট জেলায় বন্ধ হতে যাচ্ছে টিকাদান কার্যক্রম

নাবিল হোসেন


মে ২১, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন



সিলেট জেলায় বন্ধ হতে যাচ্ছে টিকাদান কার্যক্রম
# দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের অপেক্ষায় আছেন ৩০ হাজার ৩৪৯ জন # জেলায় টিকা মজুত রয়েছে মাত্র ৯২০ ডোজ

টিকা সঙ্কটের কারণে সিলেট জেলায় বন্ধ হতে যাচ্ছে করোনার টিকা প্রদান কার্যক্রম। গতকাল বুধবার টিকা দেওয়ার পর জেলায় মজুত রয়েছে আর মাত্র ৯২০ ডোজ। এ অবস্থায় দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের অপেক্ষায় আছেন ৩০ হাজার ৩৪৯ জন। আগেই বন্ধ হয়ে গেছে নগরে টিকাদান কার্যক্রম। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বুধবার পর্যন্ত সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮৩ হাজার ৬৬২ জন। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ১১ জন। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ৩০ হাজার ৩৪৯ জন। তবে বর্তমানে জেলায় টিকা মজুত রয়েছে ৯২০ ডোজ। তাই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ২৯ হাজার ৪২৯ জন দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। এদিকে জেলায় প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হয়। ফলে দুই-তিন দিনের মধ্যে মজুত থাকা টিকা শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এদিকে, গত ১৬ মে থেকে সিলেট নগরেও টিকা সঙ্কটের কারণে বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম। নগরে দ্বিতীয় ডোজ পেতে অপেক্ষায় আছেন ১৩ হাজার মানুষ। গত ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে প্রথম ডোজ এবং ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রয়েছে। 

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলায় যে পরিমান টিকা আছে তা শেষ হওয়ার পর টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত নতুন করে টিকা না আসবে কার্যক্রম বন্ধ থাকবে।’ 

নতুন করে কবে টিকা আসবে এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘নতুন টিকা পাওয়ার বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হচ্ছে। নতুন করে দেশে টিকা এলে সব জেলার সঙ্গে আমরাও পাব। সেক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে।’ 

এদিকে, গতকাল বুধবার বিভাগে ১ হাজার ৮৫২ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪২৪ জন। এদের মধ্যে ২৭৯ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। সুনামগঞ্জে নিয়েছেন ৪৪৩ জন। এদের মধ্যে ২৪৪ জন পুরুষ এবং ১৯৯ জন নারী। হবিগঞ্জে নিয়েছেন ৫০৪ জন। এদের মধ্যে জন পুরুষ ৩১৫ এবং ১৮৯ জন নারী। আর মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৪৮১ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৩০১ জন পুরুষ এবং ১৮০ জন নারী। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ৬ হাজার ৯৪৫ জন। 

গতকাল বুধবার দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৫ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ৭৬ হাজার ৮৩৬ জন। প্রথম ও  দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৬ লাখ ৯৬ হাজার ৭৪৮ ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ৫ লাখ ৩ হাজার ২৫২ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ  ৩৯ হাজার ৮২৪ ডোজ। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। তবে গত ২ মে’র পর থেকে অনলাইনে নিবন্ধন বন্ধ রয়েছে। 

আরসি-০১