জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশি আহত

জৈন্তাপুর প্রতিনিধি


মে ২২, ২০২১
০৪:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশি আহত

জৈন্তাপুর উপজেলায় সীমান্তের খাসি নদীর উৎসমুখ থেকে পাথর আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে পাঁচ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তুমুল বৃষ্টির সময় জৈন্তাপুর উপজেলার ১২৭৬ নম্বর পিলার এলাকার খাসি নদীতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ৫ জন পাথর শ্রমিক আহত হন।

এলাকাবাসী আরও জানান, ভারতীয় বিএসএফ নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে পাথর উত্তোলন না করার জন্য মৌখিকভাবে নিষেধ দিয়েছে। কিন্তু একটি চক্র দিনের বেলা নো ম্যান্স ল্যান্ড এলাকা এবং রাতে খাসি নদীর উৎসমুখ পার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর চুরি করে আসছিল। বৃহস্পতিবার রাতে তারা ১৫/২০টি নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে পূর্ব থেকে প্রস্তুত থাকা ভারতীয় খাসিয়ারা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গেছেন তারা। তবে পুলিশ ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

 

আরকে/আরআর-০৪