ওসমানীনগরে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল

ওসমানীনগর প্রতিনিধি


মে ২২, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন



ওসমানীনগরে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার গোয়ালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বের করা হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, জাভেদ আহমদ আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা আবদুল জলিল জিলু, গোয়ালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম, কাজী আবদুল মুমিন, ব্যবসায়ি রফিক মিয়া ও বশির মিয়া।

বক্তারা ইসরায়েলের নিকৃষ্টতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।

 

ইউডি/আরআর-০৭