সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় টিকাদান কর্মসূচি নিয়ে চরম বিপাকে পড়েছে বাংলাদেশ। সংকটের মুখে এবার যুক্তরাজ্যের কাছে অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে এ কথা বলেন তিনি।
আইটিভি দেওয়া সাক্ষাৎকারে দেশের টিকা পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা টিকা পেতে মরিয়া।’
খবরে বলা হয়েছে, টিকা সংকটের কারণে বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে পারছে না কর্তৃপক্ষ।
বাংলাদেশ সরকার সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এই পরিমাণ টিকা চেয়েছে। কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। আমরা মনে করি, তাদের সেই সামর্থ্য আছে।’
তিনি বলেন, ‘আমরা অনেক টিকা চাইছি না। আমরা শুধু অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ চাইছি। যে টিকা যুক্তরাজ্যের আছে।’
বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি করেছিল। অগ্রিম টাকা পরিশোধ সত্ত্বেও সেরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ টিকা।
বিএ-০৬