দক্ষিণ সুরমা থেকে ৭ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমা থেকে ৭ জুয়াড়ি আটক

সিলেট নগরের দক্ষিণ সুরমার একটি কলোনি থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত ২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ফেরিঘাট এলাকার লিটন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, সাহাজুল ইসলাম রিপন (১৯), মো. ঠান্ডা মিয়া (২৬), হযরত আলী (২৬), বাদশা মিয়া (৩৫), ইব্রাহিম (৩৭), আহমদ আলী (৫২) ও মো. বকুল মিয়া (৩২)।

শনিবার (২২ মে) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ কদমতলি ফেরিঘাট লিটন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য সমবেত হওয়া এজেন্টসহ ৭ জুয়াড়িকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

বিএ-০৮