কানাইঘাট প্রতিনিধি
মে ২৩, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ।
শুক্রবার (২১ মে) কানাইঘাট থানায় এ জিডি করেন তিনি।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, ফেসবুকে 'তামান্না জান্নাত মণি' নামের একটি আইডি খুলে তার ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে। এসব পোস্ট তার শত্রুপক্ষের লোকজন শেয়ার করছে। যার কারণে সামাজিকভাবে তিনি হেয়প্রতিপন্ন হচ্ছেন।
ওই ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারলে নিয়মিত মামলা দায়ের করবেন বলে জিডিতে উল্লেখ করেছেন রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল উদ্দিন।
এমআর/আরআর-১২