জৈন্তাপুরে গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর ভাঙচুর, আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি


মে ২৩, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর ভাঙচুর, আটক ১

জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে গৃহহীনদের জন্য নির্মিত মুজিববর্ষের ঘর রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে একটি ভূমিখেকো ও পাথরখেকো চক্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার আমিন আহমদ। এরপর একজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্গত কমলাবাড়ী ও গুয়াবাড়ী গ্রামে সরকারি অর্থায়নে মুজিবনগর স্থাপনের লক্ষ্যে অসহায় গরিব মানুষদের সরকার কর্তৃক ঘর প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৫ মাস ধরে গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় সরকারি খাস শ্রেণির ভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে সাব-ঠিকাদার আমিন আহমদ ঘর নির্মাণের কাজ করছেন। গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় ঘর নির্মাণ কাজ চলাকালীন ঠিকাদারের লোকজন এবং কেয়ারটেকার উপজেলার ছাতারখাই গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে নজরুল ইসলাম (৩৫) পাহারায় নিয়োজিত থাকে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলাকার চিহ্নিত ভূমিখেকো ও পাথরখেকো চক্রের সদস্য উপজেলার গুয়াবাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আসাদ ওরফে আছদ (২২), মছব্বির আলীর ছেলে সিদ্দিক মিয়া (২০), ডালিম মিয়া (৩০), মৃত আব্দুল হান্নানের ছেলে ইসলাম উদ্দিন (৫৫), মৃত কটন আলীর ছেলে মছব্বির আলী (৫৩), মানিক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২০), এবাদ মিয়া (৪০) ও কমলাবাড়ী গ্রামের মুহিব আলীর ছেলে আহাদ মিয়া (২৮) সহ অজ্ঞাত আরও ১০/১২ জন লোক সংঘবদ্ধ হয়ে কেয়ারটেকারকে মারধর করে এবং নির্মাণাধীন ঘর ভাঙচুর করে। একই সঙ্গে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এবং প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে ভূমি ও পাথরখেকো চক্রটি। তাদের হামলায় আহত কেয়ারটেকার নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনার পরদিন ঠিকাদার আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। তিনি সিলেট মিররকে জানান, সরকারি ভূমি জবরদখল করার উদ্দেশে চক্রটি হামলা করেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।


আরকে/আরআর-১৫