সোমবার থেকে চলবে দূরপাল্লার বাস

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২১
০৪:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
০৪:৫৮ অপরাহ্ন



সোমবার থেকে চলবে দূরপাল্লার বাস

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহন। আগামীকাল সোমবার (২৩ মে) থেকে র্ধেক আসন খালি রেখে চলবে সবধরণের যানবাহন। 

আজ রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি পেয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের ভিত্তিতে আমরা নির্দেশনা জারি করব। আজ নির্দেশনা জারি হবে।

তিনি বলেন, 'সব কিছু ঠিকঠাক থাকলে কাল সোমবার থেকে আন্তজেলা বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পরে। পুরো বিষয়টি নিয়ে আজ মিটিং হবে। প্রয়োজনে বাস মালিকদেরও মিটিংয়ে ডাকা হতে পারে।'

আরসি-০৫