তপন চৌধুরীর ‘শেষ বিদায়’

বিনোদন ডেস্ক


মে ২৩, ২০২১
১০:১৫ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
১০:১৫ অপরাহ্ন



তপন চৌধুরীর ‘শেষ বিদায়’

দেশ বরণ্যে সংগীতশিল্পী তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। গত ৫ মার্চ দেশে এসেছিলেন এই গায়ক। আড়াই মাসেরও বেশি সময় পর আগামী ২৫ মে আবার কানাডায় পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি।

কানাডায় যাওয়ার আগে ভক্তদের নতুন গানের খবর দিয়েছেন তপন চৌধুরী। ‘শেষ বিদায়’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী, সুর ও সংগীতায়োজন করেছেন দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক রুপতনু রুপু।

গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর বাসায়। শনিবার (২২ মে) মুন্নীর বাসায় গানটির ভিডিওর শুটিংয়ে অংশ নেন তপন চৌধুরী। ভিডিওটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক বিনোদ রায়। চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ করা হবে।

গান-ভিডিওটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘গুণী সঙ্গীত রুপতনু রুপু গানটি শোনানোর পর খুব ভালো লাগে। তাই গাওয়ার সিদ্ধান্ত নিই। পরে মুন্নীর বাসায় বিনোদ রায়ের নির্দেশনায় গানটির ভিডিওর শুটিং হয়েছে। বয়স এবং সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান!’

নিজের বাসায় গানটির শুটিং প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘করোনার কারণে এখন বাইরে শুটিং করাও সম্ভব নয়। তাছাড়া তপন দা নিজেও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার ওপর তিনি কানাডা চলে যাবেন, হাতে সময় নেই। তাই আমি তাকে আমার বাসাতেই গানটির ভিডিওর শুটিং করার প্রস্তাব দিই। গানটি আমার মন ছুঁয়ে গেছে।’

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের বিশেষ অনুষ্ঠানে গান করতে গত ৫ মার্চ দেশে এসেছিলেন তপন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে গুণী এই শিল্পীকে গান করতে দেয়নি আয়োজকরা। যা নিয়ে খুব আক্ষেপও ঝরে তার কণ্ঠে।

এরপর করোনায় আক্রান্ত হয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন এই শিল্পী। প্রায় ২৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সুস্থ হন। এখন অপেক্ষা পরিবারের কাছে ফেরার।

বিএ-১০