নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২১
০৫:১৮ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
০৫:২১ অপরাহ্ন
দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর আবারও সিলেট থেকে চলতে শুরু করেছে যাত্রীবাহী বাস ও ট্রেন। অর্ধেক যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে এসব বাস ও ট্রেন। তবে প্রথম দিন যাত্রী সংখ্যা কম ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
আজ সোমবার (২৪ মে) সকালে সিলেটে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড় একেবারেই নেই। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে রেলওয়ে কর্তৃপক্ষ ছিল তৎপর। প্লাটফর্মএ ডুকার আগে যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে। যাদের মাস্ক নেই তাদের মাস্ক পড়তে বলা হচ্ছে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে প্রবেশ করছেন যাত্রীরা।
রেলস্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, সিলেট থেকে সকাল ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে সিলেট ত্যাগ করে। একসিট ফাঁকা রেখে ট্রেনের মোট আসন ছিল ৩২৪টি। তবে সিলেট থেকে যাত্রী উঠেছেন ১৪৭ জন।
সিলেট রেলওয়ে মাস্টার খলিলুর রহমান সিলেট মিররকে বলেন, 'প্রথম দিন যাত্রী কম ছিল। এর কারণ ঢাকার যাত্রীরা থাকলেও শ্রীমঙ্গল, কুলাউড়া এসব গন্তব্যের যাত্রীরা খুব কম ছিলেন।
এদিকে বাসস্ট্যান্ড গুলোতে দেখা যায়, বাসের চালক-হেল্পার ও যাত্রীদের অধিকাংশের মুখে নেই মাস্ক। তবে বেশিরভাগ বাসই অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলেও কিছু বাস মানছে না এই নির্দেশনা।
তবে বাস-ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রী ও সংশ্লিষ্টরা। ঢাকা যাওয়ার জন্য বাসে উঠা মো. শফিক আহমদ বলেন, 'বাস চালুভ হওয়ায় আমাদের ব্যয় কমেছে। আগে ১৫০০ টাকা দিয়ে যেতে হত ঢাকা এখন ৭০০ টাকা দিয়ে যেতে পারছি। '
বাস চালকা রফিক মিয়া জানান, যাত্রী পেতে একটু দেরী হলেও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় তাদের খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। বাস চলাচল খুলে দেওয়া তারা খুশি৷
এনএইচ/আরসি-০৩