সোমবার দ্বিতীয় ডোজ নিলেন ১৩১৬ জন

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০৪:০০ পূর্বাহ্ন



সোমবার দ্বিতীয় ডোজ নিলেন ১৩১৬ জন

সারাদেশের মতো সিলেটে চলছে করোনার টিকা কার্যক্রম। গতকাল সোমবার বিভাগে ১ হাজার ৩১৬ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। সোমবার টিকা দেওয়ার পর বিভাগে মজুত রয়েছে আর মাত্র ৬ হাজার ৮৭০ ডোজ টিকা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৬০ জন। এদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২১ জন নারী। সুনামগঞ্জে টিকা নিয়েছেন ৪৭৩ জন। এদের মধ্যে ২৫৯ জন পুরুষ এবং ২১৪ জন নারী। হবিগঞ্জে নিয়েছেন ৪১৪ জন। এদের মধ্যে জন পুরুষ ২৫৪ এবং ১৬০ জন নারী। আর মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৩৫৯ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং ১৪৩ জন নারী। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ১২ হাজার ১৬৩ জন। 

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ৯৮ লাখ ৭০ হাজার ৩৭৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৩৭৫ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ২০ হাজার এক জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৫৭ জন, আর নারী ১৪ লাখ ৫৭ হাজার ৩২৪ জন।

আরসি-০১