নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২৪৭টি করোনার নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ০২।
মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ আমরা ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, সিলেট জেলার ৩০ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজারের ১০ জন রয়েছেন।
আরসি-০৮