নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২১
১১:১২ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন
টানা ছয়দিন ধরে তীব্র তাপদাহ। গরমে ছটফট করতে থাকা মানুষগুলো এক পশলা বৃষ্টির আশায় যেন চাতক পাখির মতো আকাশ পানে তাকিয়ে । জৈষ্ঠ্যর আকাশ রঙ বদলায়, কখনও-সখনও কালো মেঘে ঢেকে যায় নীল ক্যানভাস। কিন্তু শেষ পর্যন্ত আর নামে না বৃষ্টি। গত কয়েকদিনের এমন অপেক্ষার অবসান হলো অবশেষে। সিলেট নগরের বুকে নামল পরম প্রার্থীত বৃষ্টি। গরমে ওষ্ঠাগত প্রাণে ফেলল স্বস্তির নিঃশ্বাস।
আজ বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত চলছে। বুধবার বিকেল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
এর আগে আবহাওয়া অধিদফতরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় জুড়িয়ে গেল নগরবাসীর প্রাণ।
চৌহাট্টা এলাকায় রতন দেব সিলেট মিররকে বলেন, ‘গত কয়েকদিন থেকে এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল।’
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এবিষয়ে সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট মিররকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণেই এই বৃষ্টিপাত। এর ফলে গরম কিছুটা কমবে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘক্ষণ স্থায়ী হবে না।