সিলেট মিরর ডেস্ক
মে ২৭, ২০২১
০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক বুলেটিনে মুখপাত্র ও লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।
তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজও একেবারে শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ডোজের যে পরিমাণ টিকা অবশিষ্ট রয়েছে, তা দিয়ে প্রথম ডোজগ্রহীতা সবাইকে টিকা দেওয়া যাবে যাবে না। প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকার জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।
ডা. নাজমুল বলেন, প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার সুযোগ রয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আমরা আশাবাদী, কাঙ্ক্ষিত টিকা এ সময়ের মধ্যে সংগ্রহ করা যাবে এবং সবাই দ্বিতীয় ডোজের টিকা পাবেন।
চীনের টিকার বিষয়ে তিনি বলেন, চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা থেকে মঙ্গলবার প্রথমে ৫০১ মেডিকেল শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। তাদের কারও মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। এরপরও আগামী ৭ থেকে ১০ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী জুন থেকে সিনোফার্মের টিকার প্রথম ডোজের কার্যক্রম শুরু হবে।
দেশে বুধবার পর্যন্ত অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ২০ হাজার একজন। প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ ৮৪ হাজার ৩০ জন দ্বিতীয় ডোজও গ্রহণ করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা গ্রহণ করেছেন ৯৯ লাখ চার হাজার ৩১ জন। আর সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারের ৩৩ লাখ মিলে মোট টিকার মজুদ ছিল এক কোটি তিন লাখ ডোজ। এখন সরকারের হাতে আরও তিন লাখ ৯৫ হাজার ৯৬৯ ডোজ টিকা মজুদ রয়েছে। এই টিকা দিয়ে আরও এক সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন সংশ্নিষ্টরা।
বিএ-০৮