সিলেট মিরর ডেস্ক
মে ২৭, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন
জাসদ জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসারের মেয়ে শাহরিন সুলতানা লিজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ অকাল প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। সেইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ ও জেলা সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী এই বিবৃতি প্রদান করেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা জাসদ সভাপতি, জাসদ জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার -এর মেয়ে শাহরিন সুলতানা লিজা আজ বুধবার রাতে বিভিন্ন শারিরিক অসুস্থার কারণে মাত্র ২০ বছর বয়সে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরসি-১২