ফেঞ্চুগঞ্জে নিজগৃহে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক


মে ২৭, ২০২১
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২১
১১:১০ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে নিজগৃহে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্বেরগাও গ্রামে নিজ বসত বাড়িতে ধর্ষণের শিকার হন এ গৃহবধূ।

জানা গেছে, মঙ্গলবার রাতে ঘিলাছড়ার পূর্বেরগাঁও গ্রামের গৃহবধূ রাতের কাবার শেষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। গভীর রাতে স্থানীয় তিনজন দরজা ভেঙে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর দুইজন গৃহবধূর হাত-পা চেপে ধরে রাখে এবং অন্যজন তার উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাশর্^বর্তী উত্তর যুধিষ্টিপুর গ্রামের সাজু (১৭), উসামা (১৮) ও জুনেদ (১৯)। তারা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে গৃহবধূর অভিযোগ শুনে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করলেও আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছ।’


এএফ/০২