সিলেট মিরর ডেস্ক
মে ২৮, ২০২১
০৮:২৬ অপরাহ্ন
আপডেট : মে ২৮, ২০২১
০৮:২৬ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এর আগে গতকাল ২২ ও গত পরশু ১৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৫১১ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৩৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৩০ শতাংশ।
বি এন-০৭