সিলেটে টেস্টি ট্রিটসহ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২১
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০২:১২ পূর্বাহ্ন



সিলেটে টেস্টি ট্রিটসহ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে টেস্টি ট্রিটসহ ১০ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সিলেট নগর, গোলাপগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৮ মে০ র‌্যাব-৯ এর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নেতৃত্বে অভিযানে নগরে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে টেস্টি ট্রিটকে ৫ হাজার, সান্টু মিয়ার মাংসের দোকানকে ৫ হাজার, খোকন স্টোরকে ৪ হাজার এবং দুই ভাই মাংসের দোকান নামের আরও এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিন সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত গোলাপগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও র‌্যাবের মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদারের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইদিন বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মৌলভীবাজার সদরে অভিযান চালানো হয়। এসময় ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, মো. রুহুল আমিন ও মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

বিএ-১৩