নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন
সিলেট নগরের পুরান লেন নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কন্ট্রাক্টর শংকর চৌধুরী আর নেই। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন প্রয়াতের ছোট ভাই সুশান্ত কুমার চৌধুরী দেবু।
আজ শনিবার (২৯ মে) সকাল ৯টায় নগরের চালিবন্দরস্থ মহাশ্মশানঘাটে তাঁর অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এর আগে শেষ দেখার জন্য সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাশ্মশানঘাটে তার মরদেহ রাখা হবে।