নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন
সিলেটে ষষ্ঠবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৯ মে) বেলা ১ টা ৫৮ মিনিটে ষষ্ঠবারের মতো ভূমিকম্প অনুভূত হয়।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এ পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সিলেট মিররকে বলেন, ২ মাত্রার নিচে যদি কোনো কম্পন অনুভূত হয় তাহলে তা ভূমিকম্প হিসেবে ধরা হয় না।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে প্রথম কম্পন অনুভূত হয় সকাল ১০ টা ৩৬ মিনিটে যার মাত্রা ছিল ৩। এছাড়া সকাল ১০টা ৫০ মিনিটে ৪.১, ১১ টা ৩০ মিনিটে ২.৮ এবং বেলা ১ টা ৫৮ মিনিট ৪ চার মাত্রার আরও তিনিটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১ বলে জানা গেছে। আর এর উৎপত্তিস্থল ছিল সিলেটই।
আজ শনিবার (২৯ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবিদ মমিনুল ইসলাম সিলেট মিররকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভূমিকম্পটি সিলেট স্টেশনেই হয়েছে। সিলেট ছাড়া আর কোথাও ভূমিকম্প অনুভূত হয়নি।’
সিলেটে পর পর ৪ বার ভূমিকম্প অনুভূতের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একটাই পেয়েছি যার মাত্রা ৪.১। আর হয়ে থাকলে সেটা মাইনোর। এক্ষেত্রে যদি চারবারও অনুভূত হয় তাহলেও পর্যাপ্ত ওয়েব ফর্ম না থাকলে ভূমিকম্প হিসেবে ধরা যায় না৷’
আরসি-১২/বিএ-০১