নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২১
১১:১৫ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
১১:১৫ অপরাহ্ন
সিলেটের জালালাবাদে এক নারীকে (৩৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা।
তিনি জানান , শুক্রবার (২৮ মে) দিবাগত রাত ১১ টার দিকে ওই নারীর বাসায় ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সিলেট সদর উপজেলার উত্তর হাটখোলা গ্রামের মৃত হানিফ উল্লাহ'র ছেলে ইমরান আহমদ (২৫)। এ সময় স্থানীয়রা ইমরানকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই নারী শনিবার (২৯ মে) জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ইমরানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই নারীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে এবং আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিএ-০৫