সিলেট মিরর ডেস্ক
মে ২৯, ২০২১
০১:২৩ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
০১:২৩ অপরাহ্ন
তানজিন তিশা
তানজিন তিশা। সময়ের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী এবার অন্যরকম এক রেকর্ড করেছেন। মাত্র ১১ ঘণ্টায় মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এ অভিনেত্রীর নাটক ‘শেষটা অন্যরকম ছিলো’। শুধু ভিউ নয় এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে তিশার অভিনয়ও দাগ কেটেছে দর্শকের মনে। এমন সাফল্য বেশ উচ্ছ্বসিত তানজিন তিশা।
তিশা বলেন, ‘দ্রুত মিলিয়ন ভিউ হওয়া আগের নাটকও ছিল আমার। সেই অর্থে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছি বলা যায়। এটা সত্যিই অনেক আনন্দের বিষয়। দর্শক নাটকটি পছন্দ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। অনেকেই ফোনে, মেসেজে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগার একটা অনুভূতি আমার জন্য।’
তিনি আরও বলেন, এবার খুব বেশি নাটকে কাজ করিনি। তবে যেগুলো প্রচার হয়েছে সবগুলোর জন্যই ভালো সাড়া পাচ্ছি। ‘একটুখানি’, ‘পেপার গার্ল’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘মাতাল হাওয়া’, ‘আফ্রিকান বউ’ নাটকগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছি। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।
‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এটি উন্মোচন করা হয় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, এর আগে দেশে সবচেয়ে দ্রুততম ১ মিলিয়ন ভিউয়ের দুটি নাটকও ছিল তিশার দখলে। নাটক দুটি হলো-‘আফ্রিকান বউ’ (১৮ ঘণ্টা) ও‘ তাকে ভালোবাসা বলে’ (২০ ঘণ্টা)। দুটি নাটকই ঈদে প্রচার হয়েছে।
বিএ-১১